শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলালেবুখালীতে নবনির্মিত পায়রা সেতুটি 'শহীদ আলাউদ্দিন সেতু' নামকরনের দাবীতে মানববন্ধন

লেবুখালীতে নবনির্মিত পায়রা সেতুটি ‘শহীদ আলাউদ্দিন সেতু’ নামকরনের দাবীতে মানববন্ধন

এস কে রঞ্জন: পটুয়াখালীর কলাপাড়ায় লেবুখালীতে নবনির্মিত পায়রা সেতুটি ’শহীদ আলাউদ্দিন সেতু ” নামকরনের দাবীতে এক মানববন্ধন ও নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১১ সেপ্টেম্বর শনিবার বেলা ১১ টার দিকে সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে ’শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয় ।

আলাউদ্দিন স্মৃতি সংসদের কলাপাড়া উপজেলার সভাপতি এস,এম আবুল হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন,ঢাকার অগ্রনী স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ কলাপাড়া উপজেলা আ’লীগের সহ-সভাপতি ড.শহিদুল ইসলাম বিশ্বাস, উপজেলা আ’লীগের সাবেক সাধারন সম্পাদক মো.ফজলুর রহমান সানু সিকদার,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো.শফিকুল ইসলাম বাবুল, জেলা প্রেসক্লাব পটুয়াখালীর সাধারন সম্পাদক মো.কাউয়ুম উদ্দিন জুয়েল, অবসরপ্রাপ্ত প্রভাষক মো.রফিকুল ইসলাম, উদীচী শিল্পী গোষ্ঠী খেপুপাড়া শাখার সদস্য শিক্ষক অমল চন্দ্র কর্মকার প্রমূখ। নাগরিক সমাবেশে বক্তারা বলেন’ কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজীপুর গ্রামের অধিবাসী শহীদ আলাউদ্দিন ১৯৬৯ সালের ২৮ জানুয়ারী গনঅদ্ভ্যুত্থানে বরিশাল জেলা ছাত্র সংগ্রাম পরিষদের আহবানে এক বিক্ষোভ মিছিলে অংশ নিলে তৎকালীন ইষ্ট পাকিস্থান রাইফেলের গুলিতে বরিশালের অশ্বিনী কুমার টাউন হল সংলগ্ন এলাকায় শহীদ হন । এসময় আলাউদ্দিন বরিশালের এ,কে স্কুলের দশম শ্রেনীর ছাত্র ছিল । বর্তমানে বরিশাল-পটুয়াখালীর সড়কের লেবুখালীতে নব-নির্মিত সেতুটি শহীদ আলাউদ্দিনের নামে নাম করনের দাবীতে মাননীয় প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন। । অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি খেপুপাড়া শাখার সাধারন সম্পাদক কমরেড নাসির তালুকদার। অনুষ্ঠানের শেষে প্রধানমন্ত্রীর নিকট প্রেরিত স্মারক লিপি পাঠ করেন শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদের দপ্তর সম্পাদক আতাজুল ইসলাম।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments