বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলারাস্তায় অবৈধভাবে কাঠ, গাছের গুড়ি, সিমেন্টের খাম্বা রাখার দায়ে ভূঞাপুরে ৫ ব্যবসায়ীকে...

রাস্তায় অবৈধভাবে কাঠ, গাছের গুড়ি, সিমেন্টের খাম্বা রাখার দায়ে ভূঞাপুরে ৫ ব্যবসায়ীকে অর্থদণ্ড

আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুরের গোবিন্দাসী ঘাট বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫ ব্যবসায়ীর কাছ থেকে মোট ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আজ রবিবার (৩ অক্টোবর দুপুরে) উপজেলার গোবিন্দাসী ঘাট বাজার এলাকায় কয়েকটি স’মিল মালিক ও রাস্তায় অবৈধভাবে রাখা কাঠ, গাছের গুড়ি, সিমেন্টের খাম্বাসহ অন্যান্য জিনিস রাখার দায়ে এ জরিমানা করা হয় এবং দ্রুত সময়ের মধ্যে সেগুলো সরিয়ে নিতে নির্দেষ দেয়া হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ভূঞাপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রনি। তিনি বলেন, সরকারি রাস্তায় অবৈধভাবে বিভিন্ন পন্য সমগ্রী রেখে জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে। তাই কিছু ব্যবসায়ীকে অর্থদন্ড ও রাস্তার রাখা সামগ্রী সরিয়ে নিতে নির্দেষ দেয়া হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments