শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাপ্রধানমন্ত্রীর ছবি সংবলিত ব্যানার ছিড়ে ফেলায় আওয়ামী লীগের ক্ষোভ

প্রধানমন্ত্রীর ছবি সংবলিত ব্যানার ছিড়ে ফেলায় আওয়ামী লীগের ক্ষোভ

বাংলাদেশ প্রতিবেদক: মুলাদী উপজেলার সীমান্তবর্তী এলাকায় প্রধানমন্ত্রীর ছবি ছিড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

গত রোববার রাতে দুর্বৃত্তরা বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের হায়াতসার গ্রামের ফুলতলা বাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত ব্যানার ছিড়ে ফেলে। এই ঘটনার তদন্ত ও অভিযুক্তদের শাস্তির দাবী জানিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকর্মীরা। জানা গেছে, বরিশাল জেলা ছাত্রলীগ নেতা এজাজুল ইসলাম খান ইমন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মাদিন ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে ফুলতলা বাজারে একটি ব্যানার টাঙিয়ে দেন। রাতে কে বা কাহারা ব্যানার এর প্রধানমন্ত্রীর ছবি কয়েক স্থানে ছিড়ে ফেলে। ইউনিয়ন আওয়ামী লীগের ৮নং ওয়ার্ড সভাপতি বাবুল শরীফ জানান, আগামী ১১ নভেম্বর শায়েস্তাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেধে স্বাধীনতা বিরোধীরা সক্রিয় হয়ে উঠেছে। নেতাকর্মীদের ধারণা নির্বাচন ব্যহত করতেই চক্রটি প্রধানমন্ত্রী ছবি ছিড়ে ফেলেছে। বিষয়টি সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খবির হোসেন জানান, প্রধানমন্ত্রীর ছবি ছিড়ে ফেলার সংবাদ পাওয়ার পর পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments