আহাম্মদ কবির: সুনামগঞ্জ তাহিরপুর উপজেলায় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান কবির।
মঙ্গলবার (১২অক্টোবর)দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার টাকাটুকিয়া,জামালগড়,মধ্য তাহিরপুর, রায়পুর, আনোয়ারপুর,সহ বেশ কিছু পূজামন্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজা উদযাপনে সম্পৃক্ত ব্যক্তিবর্গ সহ উপস্থিত সকলের সাথে শুভেচ্ছা বিনিময় ও তাদের নিরাপত্তা ও অন্যান্য বিষয় নিয়ে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দ আহমদ সাফি,তাহিরপুর থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার, প্রমুখ।
এসময় তিনি সকলের সহযোগিতায় একটি সুন্দর উৎসবের প্রত্যাশা করেন।
এর পূর্বে সরকারের বিশেষ উদ্যোগের অংশ হিসেবে ১৪জন ক্যান্সার এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত ব্যাক্তিবর্গ ও শিশুদের মাঝে প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করেন।