জয়নাল আবেদীন: রংপুরের গঙ্গাচড়ার ৯টি ইউনিয়নে বৃহস্পতিবার থেকে ইসলামিক রিলিফ বাংলাদেশ আলো প্লাস নামের একটি প্রকল্পের কার্যক্রম শুরু করেছে ।এই প্রকল্পটি হতদরিদ্র এতিম শিশুদের জীবনমান উন্নয়নে উল্লেখ যোগ্য ভূমিকা রাখবে ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা মিলনায়তনে এই প্রক্লপের অবহিতকরণ সভায় এই কথা জানানো হয় । উপজেলা কৃষি অফিসার মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা চেয়ারম্যান মোঃ রুহুল আমিন। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন ইসলামিক রিলিফ বাংলাদেশ প্রোগ্রাম কো-অরডিনেটর (শিশু অধিকার) মোঃ শামীম ইউসুফ । সভায় জানানো হয় ইসলামিক রিলিফ একটি আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা। ১৯৮৪ সালে ব্রিটিশ চ্যারিটি নং-৩২৮১৫৮ নিবন্ধনের মাধ্যমে ইংলান্ডের বার্মিংহামে কার্যক্রম শুরু করে। সংস্থাটি বর্তমানে বিশ্বের ৪৫ টি দেশে কাজ করছে। ১৯৯১ সালে সংঘটিত ভয়াবহ ঘুর্নিঝড়ে ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পূনর্বাসন কার্যক্রমে সহায়তার মাধ্যমে ইসলামিক রিলিফ বাংলাদেশে কার্যক্রম শুরু করে। সংস্থাটি বর্তমানে এতিম, অসহায় শিশু ও তাদের পরিবারের জীবনমান উন্নয়নের জন্য সারা দেশে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলার বিভিন্ন বিভাগের সরকারী কর্মকর্তাবৃন্দ ও ৯ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবগণ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, স্থানীয় ইমাম, পুরহীত ও স্থানীয় পর্যায়ের গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্টানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে প্রকল্পের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন ইসলামিক রিলিফের কর্মকর্তা বৃন্দ। এছাড়াও উন্মুক্ত আলোচনায় উপস্থিত সবাই সতস্ফুর্ত ভাবে অংশগ্রহন করেন।