প্রদীপ অধিকারী: বুধবার সন্ধ্যায় পাঁচবিবি উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন জয়পুরহাট জেলা প্রশাসক শরীফুল ইসলাম ও জয়পুরহাট জেলার পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা- পিপিএম-সেবা।
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। করোনা ভাইরাসের কারণে সরকারী নির্দেশনা অনুযায়ী সামাজিক দুরুত্ব বজায় রেখে এবং স্বাস্থবিধি মেনে উদযাপিত হচ্ছে শারদীয় দূর্গাপুজা। পুলিশ সুপার পূজা মন্ডপ পরিদর্শনকালে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সরকার রয়েছে সেই সরকার অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সরকার। কোন অপশক্তি পূজা পরিবেশ নষ্ট করার কোন সুযোগ পাবে না। জয়পুরহাট জেলায় নিরাপত্তার কোন ঘাটতি নেই। পূজা মন্ডপে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে জয়পুরহাট জেলা পুলিশ সদা প্রস্তুত। সেই সাথে মহিলা সংঘ দ্বারা পরিচালিত বাগজানা চকসমশের মহিলা সংঘ দূর্গা মন্দির এবং ক্ষদ্র নৃগোষ্ঠি আদিবাসীদের মন্দির পরিদর্শন করে আগত পুণ্যার্থীদের সাথে কুশল বিনিময় করেন। এসময় বাগজানা বাজার সহ আশেপাশের সার্বজনীন পূজা মন্দির পরিদর্শন ও দর্শনার্থী, পূজা উদ্ধসঢ়;যাপন কমিটির সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম। তার সফরসঙ্গী ছিলেন পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেন, মেয়র হাবিবুর রহমান হাবিব, জয়পুরহাট জেলা আওয়ামীলীগ এর যুগ্ম সম্পাদক সুমন সাহা, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব সহ অনেকেই।