বাংলাদেশ প্রতিবেদক: কুমিল্লার ঘটনার জেরে ঢাকায় শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম থেকে মিছিল বের করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছে।
জুমার নামাজের পর ‘মালিবাগ মুসলিম সমাজ’ ব্যানার নিয়ে কয়েকশ’ লোক এই বিক্ষোভ মিছিল শুরু করে। কাকরাইলের নাইটিঙ্গেল মোড়ের কাছে পুলিশ বাধা দিলে সংঘর্ষ বাধে।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, সংঘর্ষে পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার বায়জিদুর রহমানসহ ৬ জন আহত হয়েছেন। এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে।