শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলারংপুরের পীরগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

রংপুরের পীরগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

জয়নাল আবেদীন: রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের কসবা করিমপুর মাঝিপাড়ায় সনাতন সম্প্রদায়ের বাড়ী ঘরে অগ্নি সংযোগ ও ভাংচুর হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বাংলাদেশ পূজাঁ উদযাপন পরিষদ রংপুর জেলা ও মহানগর কমিটির পক্ষ থেকে ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়।

সন্ধ্যায় ইউনিয়নের বড় করিমপুর কসবা উত্তরপাড়াস্থ শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজাঁ উদযাপন পরিষদ রংপুর জেলার সভাপতি শ্রী অজয় প্রসাদ বাবন। এ সময় ৭০টি পরিবারের মাঝে শাড়ী, লুঙ্গি, চাল, আলু, কাপড় কাচাঁ সাবান ও গোসলের সাবান বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজাঁ উদযাপন পরিষদ রংপুর জেলার সাধারণ সম্পাদক শ্রী ধীমান ভট্টাচার্য্য, বাংলাদেশ পূজাঁ উদযাপন পরিষদ রংপুর মহানগর কমিটির আহবায়ক শ্রী ভবতোষ সরকার বাচ্চু, সদস্য সচিব এ্যাড. প্রশান্ত কুমার রায়, যূগ্ম আহবায়ক সেতু মহন্ত, বিশিষ্ঠ আইনজীবি ধীরেন্দ্র নাথ বর্মণ, এ্যাড. নরেশ চন্দ্র সরকার, এ্যাড. মানিক রায়, বাংলাদেশ পূজাঁ উদযাপন পরিষদ পীরগঞ্জ উপজেলা কমিটির আহবায়ক সুধীর চন্দ্র রায়, বাংলাদেশ পূজাঁ উদযাপন পরিষদ পীরগঞ্জ পৌর কমিটির সুনিল চন্দ্র পাল, বাংলাদেশ পূজাঁ উদযাপন পরিষদ রংপুর জেলার সদস্য পরান ভট্টাচার্য্য ও রাজিব অধিকারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments