শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাচাঁপাইনবাবগঞ্জে ৫০তম সমবায় দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে ৫০তম সমবায় দিবস পালিত

ফেরদৌস সিহানুক শান্ত: চাঁপাইনবাবগঞ্জে “বঙ্গুবন্ধুর দর্শন সমবায়ের উন্নয়ন” শ্লোগানকে সামনে নিয়ে ৫০ তম সমবায় দিবস পালন করেছেন। ৬ নভেম্বর শনিবার সকাল ১০ টায় সদর উপজেলা হলরুমে জেলা সমবায় অফিসের আয়োজনে ৫০ তম সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা সমবায় অফিসার আকরাম হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মুন্জুরুল হাফিজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ইফাত জাহান,সদর উপজেলা চেয়ারম্যান তসিকুুল ইসলাম তসি,ভাইস চেয়ারম্যান নাসরিন আকতার। সমবায় অফিসার জুয়েল উদ্দীন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন সদর উপজেলা সমবায় অফিসার শফিকুল ইসলাম।

সকাল ১০ টায় জাতীয় সংগীত এর সাথে সাথে পতাকা উত্তোলনের মধ্যদিয়ে সমবায় দিবসের কার্যক্রম শুরু করা হয়।সমবায়ীদের মধ্যে বক্তব্য প্রদান করেন চাঁপাইনবাবগঞ্জ ফেন্ডস এন্ড ফ্যামেলি উৎপাদন মুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক নাজনীন ফাতেমা জিনিয়া,সাজিদ সঞ্চয় ও ঋণদান কো-অপারেটিভ সোসাইটির নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন।আলোচনা সভায় বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments