শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে গ্রেফতার ১৭

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে গ্রেফতার ১৭

বাংলাদেশ প্রতিবেদক:  গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধের দায়ে মোট ১৭ জনকে গ্রেফতার করেছে।

এসআই(নিঃ) আশিকুল হক এর নেতৃত্বে কোতোয়ালী থানাধীন সুহিলা সাকিনস্থ জনৈক মোঃ রফিকুল ইসলাম এর বসত বাড়ী হইতে মোট ৪৫ লিটার দেশীয় তৈরী চোলাই মদ সহ মাদক ব্যবসায়ী ১। মোঃ রফিকুল ইসলাম (৪২), পিতা-মৃতঃ আঃ খালেক, ২।মোসাঃ শিরীন বেগম (৩৮), স্বামী-মোঃ রফিকুল ইসলাম , উভয় সাং-সুহিলা, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ মোট ০২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।

এসআই(নিঃ) তাইজুল ইসলাম এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানাধীন থানাধীন সিরতা ইউনিয়নস্থ সিরতা ব্রীজের উপর হইতে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী ১।মোঃ হেলাল উদ্দিন(৩৬), পিতা-আব্দুল মজিদ, মাতা-মরিয়ম বেগম, সাং-চর সিরতা মাঠখোলা বাজার সংলগ্ন, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ ০১জন গ্রেফতার করেন।

এসআই(নিঃ) খোরশেদ আলম এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানাধীন চরপাড়া এলাকা হইতে নিয়মিত অন্যান্য মামলার আসামী ১। শফিকুল (৩৪), পিতা- শামসুদ্দিন, মাতা-গোলাপী, সাং-মোয়াজ্জমপুর, ইউপিঃ কানারামপুর, থানা-নান্দাইল, এপি/সাং-সেহড়া চামড়া গুদাম (পূরবী সিনেমা হল সংলগ্ন), ২। কপিল উদ্দিন (৩৬), পিতামৃত-আফাজ উদ্দিন, মাতা-লাল বানু আক্তার, সাং-শিকারীকান্দা ভাটি বাড়েরা (রেনু মহজনের মসজিদের পিছনে), উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করেন।

এসআই(নিঃ) কল্পনা আক্তার এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানাধীন চরপাড়া এলাকা হইতে নিয়মিত অন্যান্য মামলার আসামী ১। সুরুজ ড্রাইভার (৩৫), পিতামৃত-নূরু মিয়া, মাতা-বেগমা খাতুন, সাং-মাসকান্দা গনসার মোড়(গোরস্থান রোড), ২। আনোয়ার হোসেন @ সুজন (৩৬), পিতামৃত-আব্দুন, মাতা-আনোয়ারা, সাং-চরপাড়া, জনতা ব্যাংকের পিছনে, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করেন। এসআই(নিঃ) মাহফুজুর রহমান এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানাধীন উজান ঘাগড়া এলাকা হইতে নিয়মিত অন্যান্য মামলার ১। মোঃ কবির (৩৫), পিতামৃতঃ জামাল উদ্দিন, মাতা-রাবেয়া খাতুন, সাং-উজান ঘাগড়া, পুটিয়ালীর চর, (জামাল সরকারের বাড়ী), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন।

এসআই(নিঃ)তানজিল আল আসাদুজ্জামান, এসআই(নিঃ)ফারুক আহম্মেদ, এসআই(নিঃ)শাহ মিনহাজ উদ্দিন, এএসআই(নিঃ)সাইফুল ইসলাম-১, এএসআই(নিঃ)আমির হামজা, এএসআই(নিঃ)মঞ্জুরুল হক প্রত্যেকে অত্র থানাধীন বিভিন্ন এলাকা হইতে জিআর এবং সিআর গ্রেফতার পরোয়ানায় মোট ০৯জন আসামীদেরকে গ্রেফতার করা হয়। জিআর পরোয়ানায় ০৭ জন ১। মোঃ রহমত আলী, পিতা-মোসলেম উদ্দিন সাং-চরকালীবাড়ী মধ্যপাড়া, থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহ ২। বিনো, পিতামৃতঃ মানিক মিয়া, সাং-চর কালীবাড়ী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ ৩। মোঃ রাজিব, পিতামৃতঃ আসলাম, সাং-কৃষ্টপুর, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ ৪। মোঃ সাব্বির মিয়া, পিতা-মোঃ রিপন মিয়া, সাং-আকুয়া ভাঙ্গাপুল, থানা-কোতোয়ালী,জেলা- ময়মনসিংহ ৫। মোঃ হাবু, পিতামৃতঃ আহাম্মদ আলী, সাং-কৃষ্টপুর, থানা-কোতোয়ালী,জেলা-ময়মনসিংহ ৬। তাপস রায়, পিতা-প্রফুল্ল রায়, সাং-মহারাজা রোড, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ এবং সিআর পরোয়ানায় ০৩ জন

১। মোঃ সাহাবুদ্দিন, পিতামৃতঃ তজু মুন্সী, সাং-বাজিতপুর, শম্ভুগঞ্জ, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ, সর্বমোট ১৭ জন আসামীদের প্রত্যেককে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে। উল্লেখ্য যে, জিআর এবং জিআর পরোয়ানা আসামী রহমত ও সাহাবুদ্দিন একই ব্যাক্তির নামে ০২টি করে ওয়ারেন্ট।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments