রবিবার, মে ১৯, ২০২৪
Homeসারাবাংলাপাকুন্দিয়া পৌরসভার নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ

পাকুন্দিয়া পৌরসভার নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ

সাজ্জাদ হৃদয়: সপ্তম ধাপে অনুষ্ঠিত কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভা নির্বাচনে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

আজ ০২ ডিসেম্বর (বৃহস্পতিবার) কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া ও টাংগাইল জেলার টাংগাইল পৌরসভার কাউন্সিলরগণের শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার জনাব মোঃ খলিলুর রহমান।

এ শপথ গ্রহণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জনাব এ. কে. এম. মাসুদুজ্জামান, স্থানীয় সরকার ঢাকা বিভাগের উপ-পরিচালক জনাব খাদিজা তাহেরা ববি।

এ সময় নবনির্বাচিত মেয়র ও কাউন্সলিরগণের উদ্দেশ্যে বিভাগীয় কমিশনার জনাব মোঃ খলিলুর রহমান ভবিষ্যৎ করনীয় বিষয়ে বক্তব্য প্রদান করেন।

উল্লেখ্য, সপ্তম ধাপে কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয় ০২ নভেম্বর। নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম আকন্দ জয়লাভ করেন। পৌরসভার ০৯টি ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিলররা হলেন, ১ নং ওয়ার্ডে শফিকুল ইসলাম আরিফ, ২ নং ওয়ার্ডে রাকিবুল আলম ছোটন, ৩ নং ওয়ার্ডে হাসান মামুন, ৪ নং ওয়ার্ডে মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, ৫ নং ওয়ার্ডে মোঃ আসাদ মিয়া, ৬ নং ওয়ার্ডে মাহমুদুল হাসান রাসেল, ৭ নং ওয়ার্ডে নাছির উদ্দীন, ৮ নং ওয়ার্ডে সিদ্দিক হোসেন রিপন, ৯ নং ওয়ার্ডে মোস্তফা কামাল জয়লাভ করেন।

এছাড়াও সংরক্ষিত কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে (১,২,৩ ওয়ার্ড) নাসরিন আক্তার প্রিয়া এবং ৩নং ওয়ার্ডে (৭,৮,৯ ওয়ার্ড) আফরোজা আক্তার নির্বাচনে জয়লাভ করেন। সংরক্ষিত ২নং ওয়ার্ডে (৪,৫ ,৬ ওয়ার্ড) মোছা. উম্মে কুলসুম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments