বৃহস্পতিবার, মে ১৬, ২০২৪
Homeসারাবাংলারংপুর থেকে তেতুলিয়া ১শ৫০ কিলোমিটার পায়ে হেঁটে ভ্রমণযাত্রা তিন শিক্ষার্থীর

রংপুর থেকে তেতুলিয়া ১শ৫০ কিলোমিটার পায়ে হেঁটে ভ্রমণযাত্রা তিন শিক্ষার্থীর

জয়নাল আবেদীন: রংপুর থেকে তেতুলিয়া দীর্ঘ ১শ৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে ভ্রমণযাত্রা শুরু করেছেন রংপুর পলিটেকনিক ইন্সটিটিউটের তিন শিক্ষার্থী।তারা সবাই বাংলাদেশ স্কাউটসের প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে এ পদযাত্রা করছেন ।

গতকাল বৃহস্পতিবার সকাল ৬টায় রংপুর পলিটেকনিক ইন্সটিটিউট ক্যাম্পাস থেকে পঞ্চগড়ের তেঁতুলিয়া ভোজনপুর সেতুর উদ্দেশ্যে যাত্রা করেন তিন রোভার সদস্য। যাত্রাপথে সাধারণ মানুষেদের মাঝে কারিগরি শিক্ষার গুরুত্ব, পলিথিনের ব্যবহার বন্ধ ও করোনায় করণীয় সম্পর্কে সচেতনতার বার্তাও পৌঁছাবেন তাঁরা।রংপুর পলিটেকনিক ইন্সটিটিউট রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার শহিদুল ইসলাম জীবন , মো. কামরুল ইসলাম খান ও রোভার রাকিবুল ইসলাম রুম্মান, এই তিন জন পায়ে হেটে যাত্রায় অংশ নিয়েছেন। প্রতিদিন ৩০ কিলোমিটার পায়ে হাটার লক্ষ্য নিয়েছেন তারা । রংপুর সৈয়দপুর , নীলফামারী নীলসাগর দেবীগঞ্জ হয়ে পঞ্চগড় হয়ে তেতুলিয়া যাবেন । বৃহসপতিবার রাতে সৈয়দপুর শুক্রবার নীলসাগরে অবস্থান করছেন তারা ।৬ ডিসেম্বর তাদের এই পরিভ্রমণ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভোজনপুর সেতু গিয়ে শেষ হবে। এদিকে ৩টি বার্তা সর্বত্র ছড়িয়ে দেওয়ার সঙ্গে নিজেদের লক্ষ্য অর্জনে ১শ৫০ কিলোমিটার পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছানোই মূল উদ্দেশ বলে জানান টিম লিডার শহিদুল ইসলাম জীবন। তিনি সাংবাদিকদের জানান, আমাদের স্বপ্ন প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জন। পাশাপাশি আমরা এ পদযাত্রায় সাধারণ মানুষকে কিছু বিষয়ে সচেতন হতে উদ্বুদ্ধ করব। ‌‘প্রজন্মের দীক্ষা-কারিগরি শিক্ষা, পলিথিনের সর্বগ্রাস- পরিবেশের সর্বনাশ এবং করোনা শেষ হবার নয়-সচেতনতায় সুরক্ষা হয়’-এই তিনটি বার্তা নিয়ে আমরা পদযাত্রা করছি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments