শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাজাওয়াদের প্রভাবে রায়পুরের চরাঞ্চলে আমন ধানসহ ফসলের ক্ষতি

জাওয়াদের প্রভাবে রায়পুরের চরাঞ্চলে আমন ধানসহ ফসলের ক্ষতি

তাবারক হোসেন আজাদ: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে পানি বৃদ্ধি ও বৃষ্টিতে লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনাপাড়ের চরাঞ্চলের ধানসহ ফসলি ক্ষেত ডুবে যাওয়ায় চাষিদের ক্ষতি হয়েছে। এ ছাড়া ঝড়ো হাওয়ার কারণে জেলেদের নৌকা ও ট্রলার মেঘনা নদীসহ সংযোগ খালে নিরাপদে আশ্রয় নেয় তারা।

দক্ষিন চরবংশি ইউনিয়নের হামিদ মাঝি সোমবার সকালে মোবাইল ফোনে জানান, রোববার রাতে ঘূর্ণিঝড় জাওয়াদ রায়পুরের মেঘনার চরাঞ্চলের ওপর দিয়ে বয়ে যায়। এ সময় প্রবল বর্ষণের সঙ্গে মেঘনার পানি বেড়ে ৩-৪ ফুট উচ্চতায় ওঠে। এতে উত্তর চরবংশী, দক্ষিন চরবংশী, উত্তর চরআবাবিল ও দক্ষিন চরআবাবিল ইউনিয়নের চর ডুবে যায়। পানিতে প্রচুর আমন ধান ভিজে ও বিপুল পরিমাণ সয়াবিনসহ শাকসবজি নষ্ট হয়েছে।।

উত্তর চরবংশি ইউপির আলতাফ মাষ্টার মাছঘাট তত্বাবধায়ক জাহাঙ্গির আলম জানান, শনি ও রোববার রাতে মেঘনার চরে ৩-৪ ফুট পানির নিচে ডুবে যায়। চরইন্দ্রুরিয়া, চরপাঙ্গাসিয়া, চরজালিয়া, চরকাছিয়া, চরপক্ষি, উপকূলীয় এলাকা তিন ফুটের বেশি পানির নিচে ডুবে যায়। ফলে আমন ধান, সয়াবিন, সরিষাসহ ফসল ভিজে নষ্ট হয়েছে।

রায়পুরে কৃষি কর্মকর্তা জোবায়ের আহাম্মদ যুগান্তরকে জানান, তিন ইউনিয়নের মেঘনার চরাঞ্চলের ফসলি জমিতে প্রায়-১২ হাজার হেক্টর জমিতে আমন ধানের আবাদ, দেড় হাজার হেক্টর জমিতে সয়াবিন ও ৩’শ হেক্টর জমিতে সরিষার আবাদসহ শাকসবজির ভালো ফলন হয়েছে।
প্রাথমিক হিসেবে কিছু ক্ষতি হয়েছে বলে জানা গেছে। প্রায় চাষি ও কৃষকরা নিরাপদ আশ্রয়ে রয়ে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments