শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাবাউফলে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন

বাউফলে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন

অতুল পাল: বাউফলে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে সফল জননী হিসাবে জয়ীতা সম্মাননা প্রদান করা হয়েছে। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ অবদানের জন্য আরও ৪ জন নারীকে জয়ীতা সম্মাননা প্রদান করা হয়।

এবছর বাউফলে সফল জননী হিসেবে জয়ীতা সম্মাননা পদক পান মোসা. মনোয়ারা বেগম। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. আল আমিনের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি সাবেক চিফ হুইপ আ.স.ম ফিরোজ এমপি। সফল জননী মনোয়ারা বেগেমের পক্ষে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন তাঁর ছেলে বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আল মামুন। মনোয়ারা বেগমের স্বামী বীর মুক্তিযোদ্ধা এবিএম আ.খালেক সরকারি চাকরির সুবাদে দেশের বিভিন্ন স্থানো কর্মরত ছিলেন। থাকতেন সরকারি কোয়ার্টারে। বাবা হিসাবে সন্তানদের তেমন সময় দিতে পারতেন না। মা মনোয়ারা বেগম পরম যতেœ দিয়ে ৮ সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করেন। ৮ সন্তানই উচ্চ শিক্ষা শিক্ষিত হন। সন্তানদের মধ্যে মেয়ে মোসা. নারগিস পারভীন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ- সচিব এবং মোসা. নাসরিন পারভীন নুপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে কর্মরত আছেন। ছেলে মো. মোস্তাফিজুর রহমান বিএসসি ইনঞ্জিনিয়ার। এছাড়াও মনোয়ারা বেগম ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় সংগ্রাম পরিষদের সদস্যদের বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করেছেন। মুক্তিযোদ্ধাদের সাহায্য-সহযোগিতা করার খবর পাক হানাদার বাহিনী জানতে পেরে মনোয়ারা বেগমের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পরে সন্তানদের নিয়ে বিভিন্ন স্থানে পালিয়ে মুক্তিযুদ্ধকালিন সময় পাড় করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস- চেয়ারম্যান মো.মোসারেফ হোসেন খাঁন, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু, উপজেলা মহিলা বিষায়ক কর্মকর্তা কানিজ মার্জিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম মিয়া এবং বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন প্রমূখ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments