শনিবার, মে ৪, ২০২৪
Homeসারাবাংলারংপুরে নানা আয়োজনে রোকেয়া দিবস পালিত

রংপুরে নানা আয়োজনে রোকেয়া দিবস পালিত

জয়নাল আবেদীন: রংপুরের পায়রাবন্দে বেগম রোকেয়ার স্মৃতিস্তম্ভে পূস্পমাল্য অর্পণ মিলাদ ও দোয়া মাহফিল রচনা চিত্রাংকন বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দু‘দিন ব্যাপি নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার ১৪১তম জন্ম ও ৮৯তম প্রয়াণ দিবস পালিত হচ্ছে ।

সকাল ১১টায় স্থানীয় সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমান রোকেয়া স্মৃতিস্তম্ভে পূস্পমাল্য অর্পনের মধ্যে দিয়ে শুরু হয় রোকেয়া দিবস । এরপর বিভাগীয় কমিশনার বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে এবং জেলা প্রশাসক মো: আসিব আহসান জেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ,নারী সংগঠনগুলো রোকেয়ার স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান । বাদ যোহর স্থানীয় পায়রাবন্দ জামে মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয় ।দিবসটি উপলক্ষে রংপুরের মিঠাপুকুরের পায়রাবন্দে ও দেশের বিভিন্ন অঞ্চলে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন করোনা সংক্রমণ ঝুঁকির কারণে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে নানা আয়োজন করেছে। তবে প্রতি বছর বেগম রোকেয়ার জন্মস্থান পায়রাবন্দে ৩দিন ব্যাপি মেলা বসলেও এ বছর করোনার কারণে এবছর তা হচ্ছে না। মিঠাপুকুর পায়রাবন্দে দিবসটির আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-৪ আসনের সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমান।

জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তব্য রাখেন রংপুর জেলার পুলিশ সুপার মো. ফেরদৌস আলী চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু। এতে আলোচক ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, সরকারি বেগম রোকেয়া কলেজের বাংলা বিভাগের সাবেক প্রধান প্রফেসর মোহাম্মদ শাহ্ আলম, বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক পরিচালক মনোয়ারা বেগম, । স্বাগত বক্তব্য দেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা। এদিকে বিকেল সাড়ে ৩টায় ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ। প্রবন্ধ উপস্থাপন করবেন ভারতের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক প্রফেসর আনিন্দিতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। আবার এ মহীয়সী ১৯৩২ সালের ৯ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments