শনিবার, মে ৪, ২০২৪
Homeসারাবাংলাপাঁচবিবিতে ৩১১ জন প্রার্থীর মনোয়নপত্র দাখিল

পাঁচবিবিতে ৩১১ জন প্রার্থীর মনোয়নপত্র দাখিল

প্রদীপ অধিকারী: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩১১জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।

এর মধ্যে চেয়ারম্যান পদে মোট ২৭ জন, সাধারণ সদস্য পদে ২০৯ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রার্থীরা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্প্রতিবার ৯ই ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বিকাল ৫টা পর্যন্ত প্রার্থীরা সংশ্লিষ্ট স্ব স্ব রিটার্নিং কর্মকর্তার দপ্তরে তাদের মনোনয়ন পত্র জমা দেয়। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানা গেছে, আগামী ৫ই জানুয়ারী পঞ্চম ধাপে পাঁচবিবি উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আ. লীগের নৌকা প্রতীকে ৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২০ জন, জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকে ১জন এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মশাল প্রতীকে ১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তবে স্বতন্ত্র প্রার্থীদের অধিকাংশই বিএনপির প্রার্থী এবং আ.লীগের মনোনয়ন চেয়ে ব্যর্থ হয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। ১২ই ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাই, ১৮ই ডিসেম্বর প্রত্যাহার, ১৯শে ডিসেম্বর প্রতীক বরাদ্ধ এবং ৫ই জানুয়ারী নির্বাচন অনুষ্ঠিত। এবারই প্রথম উপজেলায়র আটাপুর ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিভিএম) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments