শনিবার, মে ১৮, ২০২৪
Homeসারাবাংলাকিশোরগঞ্জে ৩ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ ইটনা থানার এএসআই আটক, তথ্য গোপনের...

কিশোরগঞ্জে ৩ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ ইটনা থানার এএসআই আটক, তথ্য গোপনের চেষ্টা

সাজ্জাদ হোসেন হৃদয়: কিশোরগঞ্জে মাদক বিরোধী অভিযানে ৩৮৫০ পিস ইয়াবা ও একটি মোটর সাইকেলসহ এনামুল হক নামে পুলিশের এক এএসআইকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ ক্যাম্প। বুধবার (১৫ ডিসেম্বর) রাতে কিশোরগঞ্জ সদরের সিদ্ধেশ্বরী রেলগেইট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

জানা গেছে, ইয়াবাসহ আটক হওয়া এএসআই এনামুল হক জেলার ইটনা থানায় কর্মরত। তাঁর গ্রামের বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়া থানায়। এদিকে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানাতে নারাজ র‌্যাব-১৪, সিপিসি-২ ক্যাম্প। আটক ব্যক্তি ইটনা থানা পুলিশের এএসআই বিষয়ে চাইলে ক্যাম্প কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বলেন, এ ব্যাপারে আমরা অবগত নই। গতরাতে ৩৮৫০ পিস ইয়াবাসহ আটক ব্যক্তির নাম এনামুল হক। বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য জানাতে তিনি অস্বীকৃতি জানিয়েছেন।

তবে ইটনা থানা সূত্র জানিয়েছে, প্রায় দুই মাস আগে এএসআই এনামুল হক মেডিকেল ছুটি নিয়ে কর্মস্থল ইটনা থানা ত্যাগ করেছেন। অদ্যাবধি পর্যন্ত তিনি থানায় যোগদান করেননি। এছাড়াও পুলিশের একটি সূত্র জানিয়েছে, এর আগে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কর্মরত ছিলেন এএসআই এনামুল হক। বছরখানেক আগে তাকে ইটনা থানায় বদলি করা হয়।

এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর সিদ্দিক জানান, এ বিষয়টি সম্পর্কে তিনি অবহিত নন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments