বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলাকালিহাতীতে জলাতঙ্ক নির্মূলে কুকুরের টিকাদান কার্যক্রমের অবহিতকরণ

কালিহাতীতে জলাতঙ্ক নির্মূলে কুকুরের টিকাদান কার্যক্রমের অবহিতকরণ

আবুল কালাম আজাদ: ২০২৩ সালের মধ্যে দেশ থেকে জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে টাঙ্গাইল জেলায় ব্যাপকহারে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রমের আওতায় কালিহাতীতে উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২০ ডিসেম্বর সকালে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. উম্মে রুমান সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মোহাম্মদ সাহাবুদ্দীন খান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রানা মিয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শহীদুল্লাহ প্রমুখ। সভায় জনপ্রতিনিধি, সাংবাদিক, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শকরা উপস্থিত ছিলেন। জলাতঙ্ক রোগ নির্মূলে ২২ থেকে আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত এ উপজেলার ১৩টি ইউনিয়ন ও দুইটি পৌরসভার সকল কুকুরকে টিকা দেয়ার কার্যক্রম শুরু হবে। প্রত্যেক ইউনিয়নে ২টি করে টিম এবং কালিহাতী পৌরসভায় ৫টি টিম ও এলেঙ্গা পৌরসভায় ৪ টি বিশেষজ্ঞ টিম ৫ দিনে টিকাদান কার্যক্রম সম্পন্ন করবে বলে অবহিকতকরণ সভায় জানানো হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments