বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাভূঞাপুরে আ.লীগের সাধারণ সম্পাদকের কেন্দ্রে নৌকা পেল ২৩ ভোট

ভূঞাপুরে আ.লীগের সাধারণ সম্পাদকের কেন্দ্রে নৌকা পেল ২৩ ভোট

আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুরে ইউপি নির্বাচনে একটি কেন্দ্রে ১৪০৩ ভোটের মধ্যে নৌকা প্রতীকে ভোট পড়েছে মাত্র ২৩টি। যদিও ওই কেন্দ্র উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক তাহেরুল ইসলাম তোতার নিজ কেন্দ্র।

রবিবার (২৬ ডিসেম্বর) চতুর্থধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ফলদা ইউনিয়নের শেহাব উদ্দিন মহাবিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী সাইদুল ইসলাম তালুকদার দুদু ভোট পেয়েছে ২৩টি। চেয়ারম্যান পদে ভোট গণনার ফলাফলে দেখা যায়, ফলদার শিহাব উদ্দিন মহাবিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী সাইদুল ইসলাম তালুকদার দুদু ভোট পেয়েছেন ২৩টি, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আকবর হোসেন ৯৬৫ ভোট, বিএনপির স্বতন্ত্র প্রার্থী সেলিমুজ্জামান সেলু আনারস প্রতীকে পেয়েছেন ২১ ভোট। এছাড়া ওই কেন্দ্রে আওয়ামী লীগের অপর বিদ্রোহী প্রার্থী ঘোড়া প্রতীকের মফিদুল ইসলাম লিটন কোন ভোট পাননি।

জানা গেছে, আওয়ামীলীগের ঘাঁটি হিসেবে পরিচিত ফলদা এলাকায় নির্বাচনের আগে নৌকা প্রতীকের কোন পোস্টার লাগাতে পারেনি। এলাকাটি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদকের এলাকা হওয়ায় সেখানে পোস্টার না লাগানো নিয়ে হতাশ নেতাকর্মীরা। এতে নির্বাচনে সাধারন সম্পাদকের নিজ এলাকায় নৌকার এমন ভরাডুবির ঘটনায় ক্ষুব্দ অনেকেই। এবিষয়ে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক তাহেরুল ইসলাম তোতার সাথে মোবাইলে বারবার যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা (ফলদা ইউনিয়ন) কনিকা মল্লিক বলেন, ফলদা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাইদুল ইসলাম তালুকদার ৫ হাজার ৪৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আকবর হোসেন পেয়েছেন ৫ হাজার ৬৯ ভোট। ওই ইউনিয়নে ১৮ হাজার ৬৬৯ জন ভোটারের মধ্যে ১৩ হাজার ৮৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments