শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাকটিয়াদীতে ৯ ইউপির ৭টিতেই হার আ’লীগ প্রার্থীদের, ২ জনের জামানত বাজেয়াপ্ত

কটিয়াদীতে ৯ ইউপির ৭টিতেই হার আ’লীগ প্রার্থীদের, ২ জনের জামানত বাজেয়াপ্ত

বাংলাদেশ প্রতিবেদক: কিশোরগঞ্জের কটিয়াদীতে চতুর্থ ধাপে রোববার (২৬ ডিসেম্বর) অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে উপজেলার ৯টি ইউপির মধ্যে সাতটিতেই পরাজিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা। পরাজিত এ সাত প্রার্থীর মধ্যে দুজনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

জামানত বাজেয়াপ্ত হওয়া প্রার্থীরা হলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বনগ্রাম ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো: কামাল হোসেন মিলন এবং জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক সরকার রাজু।

এই দুই ইউনিয়নের মধ্যে বনগ্রাম ইউনিয়নে বিএনপির স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিন এবং জালালপুর ইউনিয়নে বিএনপির স্বতন্ত্র প্রার্থী রফিকুল আলম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বনগ্রাম ইউনিয়নে মোট ভোটের সংখ্যা ২০ হাজার ৮৯৭। নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে বর্তমান চেয়ারম্যান মো: কামাল হোসেন মিলন পেয়েছেন ২ হাজার ২৩৫ ভোট। আনারস প্রতীক নিয়ে ৮ হাজার ৮৪২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপির স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো: সাইফুল্লাহ জামান সরকার (চশমা) পেয়েছেন ৬ হাজার ৪৪৭ ভোট।

বনগ্রাম ইউনিয়নের পাঁচজন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো: কামাল হোসেন মিলনের অবস্থান চতুর্থ।

অপরদিকে জালালপুর ইউনিয়নে চশমা প্রতীক নিয়ে ৫ হাজার ৫৮৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপির স্বতন্ত্র প্রার্থী রফিকুল আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো: মতিউর রহমান (টেবিল ফ্যান) পেয়েছেন ২ হাজার ৪৫৩ ভোট।

এ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল খালেক সরকার রাজু নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে পেয়েছেন ৬৪৭ ভোট। ছয়জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল খালেক সরকার রাজুর অবস্থান পঞ্চম। এখানে ২ হাজার ৬৮ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো: হাবিবুর রহমান রুস্তম (আনারস)।

উপজেলা নির্বাচন অফিসার মো: রফিকুল ইসলাম জানান, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বৈধ ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পেলে সেই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী বনগ্রাম ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কামাল হোসেন মিলন ও জালালপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল খালেক সরকার রাজুর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments