শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাজয়পুরহাটে পঞ্চম ধাপের ৫টি ইউপিতে ভোট চলছে

জয়পুরহাটে পঞ্চম ধাপের ৫টি ইউপিতে ভোট চলছে

শফিকুল ইসলাম: পঞ্চম ধাপে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৫ টি ইউপিতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। আজ সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত চলবে এ ভোটগ্রহণ।

নির্বাচন অফিস সুত্র জানায়,৫ টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৫ হাজার ৪৭২ জন। যার মধ্যে ৫২হাজার ৭৪০ জন পুরুষ এবং ৫২ হাজার ৭৩২ নারী ভোটার। নির্বাচনে ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৩ জন। সংরক্ষিত সদস্য পদে ৭৩ জন নারী এবং সাধারণ সদস্য পদে লড়ছেন ১৯২ জন পুরুষ প্রার্থী। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কেন্দ্রগুলোতে আনসার, ভিডিপি ও পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবি দায়িত্ব পালন করছে। জয়পুরহাট জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আমিনুর রহমান মিঞা জানান, নির্বাচনে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments