জি.এম.মিন্টু: পঞ্চম ধাপে নির্বাচনে যশোরের কেশবপুর উপজেলায় ৮ নং সুফলাকাটি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মোঃ মহিউদ্দিন (আনারস প্রতিক) মাত্র দু’ভোট পেয়েছেন। এ ঘটনায় কেশবপুর উপজেলা ব্যাপি টক অব দ্যা টাউনে পরিনত হয়েছে।
ভোটের আগে তিনি তাঁর ইউনিয়নে ব্যাপক প্রচার প্রচারনা চালিয়েছেন। এতে তাঁর অনেক অর্থও ব্যয় হয়েছে। খোজ খবর নিয়ে জানাগেছে, উপজেলায় ৮ নং সুফলাকাটি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মোঃ মহিউদ্দিনের পরিবারের সদস্য সংখ্যা প্রায় ২০ জন। এদের মধ্যে ভোটার রয়েছে ১৬ জন। কিন্তু ভোটের শেষে ব্যালট পেপার গননা করে দেখা গেছে তাঁর আনারস প্রতিকে ভোট পড়েছে মাত্র দু’টি। আপনার স্ত্রী ও আপনি কি আপনাকে ভোট দিয়েছেন ? সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটা শুনে লাভ নেই। উল্লেখ্য, ৮ নং সুফলাকাটি ইউনিয়নে মোট ভোট সংখ্যা ১৪ হাজার চারশত ছাব্বিশ। এদের মধ্যে পুরুষ ৭ হাজার দুইশত তিরাশি এবং মহিলা ৭ হাজার একশত তেঁতাল্লিশ। এ ঘটনায় কেশবপুর উপজেলা ব্যাপি টক অব দ্যা টাউনে পরিনত হয়েছে।