মঙ্গলবার, ফেব্রুয়ারি ১১, ২০২৫
Homeজাতীয়দেশে করোনায় দ্বিগুণ মৃত্যু, শনাক্ত এক লাফে ১১৪০

দেশে করোনায় দ্বিগুণ মৃত্যু, শনাক্ত এক লাফে ১১৪০

বাংলাদেশ প্রতিবেদক: দেশে এক লাফে করোনা শনাক্ত হাজার ছাড়িয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় মৃত্যুও দ্বিগুণ বেড়েছে।

দেশে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আরো সাতজনের মৃত্যু হয়েছে এবং শনাক্ত হয়েছে আরো ১ হাজার ১৪০ জন।

দেশে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৭ জনে। মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ৮৯ হাজার ৯৪৭ জনে পৌঁছেছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ৪৩৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ৪.৮৬ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩.৬৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৭৭ শতাংশ।

এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরো ১৯৬ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫০ হাজার ৩৬৪ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭.৫১ শতাংশ।

এর আগে বুধবার করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃত্যু হয় তিনজনের আর ভাইরাসটি শনাক্ত হয় ৮৯২ জনের দেহে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments