শফিকুল ইসলাম: জয়পরহাট জেলার ক্ষেতলাল উপজেলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জয়পুরহাট ইউনিট এর ক্ষেতলাল উপজেলায় কাতারের আর্থিক সহযোগিতায় দুস্থ ও গরীব লোকদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (৮ জানুয়ারি) দুপুর ১ টায় ক্ষেতলাল পাইলট গার্লস স্কুল এন্ড কলেজ এর হলরুমে রেড ক্রিসেন্ট সোসাইটির জয়পুরহাট ইউনিট এর কার্য নির্বাহী কমিটির সদস্য ও ক্ষেতলাল উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মজিদ মোল্লার নেতৃত্বে উপজেলার দুস্থ ও গরীব লোকদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, উপজেলা নির্বার্হী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিট এর উপপরিচালক নাজমুল সাহাদৎ, ক্ষেতলাল পাইলট গার্লস স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ সাইফুল ইসলাম, বড়াইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আশরাফ আলী ফকির, মামুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী রতন, যুবলীগের সহসভাপতি আবু মূসা কিং, যুব মহিলালীগ নেত্রী শেখ রহিমা তারা, ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।