বাংলাদেশ প্রতিবেদক: পাবনার সাঁথিয়ায় জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দাবী আদায়ের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে সাঁথিয়া নিউমার্কেটের হল রুমে আয়োজিত মতবিনিময় সভায় শিক্ষক নেতারা বলেন, সরকারের পরিপত্র মোতাবেক শিক্ষকদের পাওনা পরিশোধ করার নির্দেশ দিলেও কোন এক অদৃশ্য শক্তি অর্থ মন্ত্রণালয়কে ভুলবুঝিয়ে তা বাতিল করা হয়েছে। তারা মহামান্য রাষ্ট্রপ্রতির ঘোষিত ২০১৩সালের গেজেট বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট জোর দাবী জানান।
প্রাথমিক শিক্ষক কল্যান সমিতির সভাপতি প্রধান শিক্ষক আবুল কাশেম মোহনের সভাপতিত্বে ও শিক্ষক আব্দুল হাই এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাঁথিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আব্দুদ দাইন সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি মানিক মিয়া রানা, সাংবাদিক খালেকুজ্জামান পান্নু। এ সময় আরও বক্তব্য দেন, শিক্ষক নেতা আবুল কালাম আজাদ, জগলুল করিম, আব্দুল মান্নাফ, নুরুন্নবী কানন, আব্দুর রশিদ ও আলমাস হোসেন প্রমূখ। ২০১৩ সালের ৯ জানুয়ারী প্রধানমন্ত্রী কর্তৃক সারাদেশের প্রায় ২৬ হাজার বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করা হয়। এই দিবসটি পালন উপলক্ষে প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি সাঁথিয়া শাখার আয়োজনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন।