মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪
Homeসারাবাংলাএমপির মা ও সিইসি নুরুল হুদার বোনের মৃত্যু

এমপির মা ও সিইসি নুরুল হুদার বোনের মৃত্যু

বাংলাদেশ প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার বোন ও পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের সংসদ সদস্য এস এম শাহজাদার মা ছকিনা খানম মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন।

শনিবার (৮ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

জানা যায়, তিনি দীর্ঘ দিন ধরে লিভার রোগে আক্রান্ত ছিলেন। তার স্বামী, তিন ছেলে রয়েছে। শনিবার বিকেলে ঢাকার ন্যাম ভবনে প্রথম দফা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে রোববার (৯ জানুয়ারি) বেলা ১১টায় পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের বেতাগী শিকদারিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুমার দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, পটুয়াখালী-৩ আসনের এমপি এস এম শাহজাদা, জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মো: শহিদুল্লাহ পিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, দশমিনা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: আবদুল আজীজ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইকবাল মাহমুদ লিটন, গলাচিপা উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ শাহীন শাহ, দশমিনার ভারপ্রাপ্ত ইউএনও আবদুল কাইয়ূম, ইউএনও বাউফল মো: আল আমিন, ওসি বাউফল থানা আল মামুন, ওসি দশমিনা থানা মো: মেহেদী হাসান, মেয়র বাউফল পৌরসভা জিয়াউল হক জুয়েল, মেয়র গলাচিপা পৌরসভা আহসানুল হক তুহিন প্রমুখ।

জানাজা শেষে জেলা ও উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, সরকারি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে উপজেলার বেতাগী গ্রামের নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments