আতিউর রাব্বী তিয়াস: আজ ১০ জানুয়ারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তণ দিবস উপলক্ষে জয়পুরহাটের আক্কেলপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বেলা ১২টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনের উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলকেক্ষ আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার এস এম হাবিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সালাম আকন্দ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,আক্কেলপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মোকছেদ আলী,সাধারন সম্পাদক ও রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আহসান কবির,পৌর মেয়র মোঃ শহিদুল আলম চৌধুরী,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও কাউন্সিলর মুক্তিযোদ্ধা সাদেকুর রহমান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জিয়াউল হক জিয়া,পৌর আওয়ামলিীগের সভাপতি এনায়েতুর রহমান আকন্দ,সাধারন সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবলু,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু ওমপ্রকাশ আগরওয়ালা,আওয়ামীলীগ নেতা আতিকুর রহমান মিঠুসহ স্থানীয় গণ্যমান্য ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অন্যদিকে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনু্িধসঢ়;ঠত হয়েছে।