বাংলাদেশ প্রতিবেদক: সরিষার ফুলের গন্ধে মুখরিত দেবীগঞ্জের ফসলের মাঠ। ঘন কুয়াশার চাদরে মোড়ানো প্রতিটি মাঠজুড়ে কেবল চোখে পড়েছে সরিষার হলুদ ফুলের সমারোহ।
শিশির ভেজা সকালে সরিষার সবুজ গাছের ফুলগুলো শীতের সোনাঝরা রোদে যেন ঝিকিমিকি করছে। দেখে যেন মনে হচ্ছে প্রকৃতি কন্যা সেজেছে গায়ে হলুদ বরণ সাজে।
সোমবার দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় গেলে এমনি চিত্র দেখা যায়। সরিষা ফুলের মৌ-মৌ গন্ধে মুখরিত ফসলের মাঠগুলো।
দেবীগঞ্জের কৃষকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠছে সরিষার চাষ। সংশ্লিষ্ট বিভাগের সহযোগিতা অব্যাহত থাকলে এবং সরিষার ভালো মূল্য পেলে এ অঞ্চলে সরিষা চাষের পরিধি আরো বাড়বে বলে আশা করেন কৃষকেরা।
দেবীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যমতে, এবার দুই হাজার ২৫০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে।
দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের সফিকুল ইসলাম নামের এক কৃষক বলেন, ‘এবার সরিষার ফলন ভালো দেখা যাচ্ছে। এবারে এক বিঘা মাটিতে সরিষা লাগিয়েছি। শুধু আমাদের না, আশেপাশের সকলের ফলন এবারে ভালো হয়েছে। তবে যদি একটু দাম পাই, এবারে তাহলে ভালো লাভ হবে।’
আরেক কৃষক খলিল জানান, ‘এবারে ২০ শতক জমিতে সরিষা লাগিয়েছি। ফলন ভালো হয়েছে তবে যদি দামটা ভালো পাই, তাহলে আশা করি লাভবান হবো।’
উলজেলা কৃষি অফিসার বলেন, ‘পঞ্চগড় জেলাটি উত্তরের একটি কৃষিসমৃদ্ধ জেলা। এই জেলায় বিভিন্ন ফসল চাষ হয়ে থাকে। এখানকার মাটি ও আবহাওয়া অনুকূল হওয়ায় এবার সরিষার আবাদ অনেক ভালো হয়েছে। বিগত বছরের চেয়ে এবারে প্রায় ১ হাজার ৫০ হেক্টর বেশি জমিতে সরিষার আবাদ হয়েছে।’