শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাযোগদান করেই আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শনে চাঁপাইনবাবগঞ্জের ডিসি

যোগদান করেই আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শনে চাঁপাইনবাবগঞ্জের ডিসি

ফেরদৌস সিহানুক শান্ত: চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক হিসেবে বৃহস্পতিবার (১৩ জানুয়ারী) বিকেলে যোগদান করেন একেএম গালিভ খান। যোগদানের পরদিন সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রীর উপহারের আশ্রয়ণ প্রকল্পের বাড়ি পরিদর্শন করছেন তিনি। শনিবার (১৫ জানুয়ারী) শিবগঞ্জ উপজেলার তত্তিপুরে নির্মাণাধীন বাড়ি পরিদর্শন করেন এবং উপকারভোগীদের সাথে কথা বলেন নবাগত জেলা প্রশাসক।

এর আগে শুক্রবার (১৪ জানুয়ারী) সকালে গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর সদর ইউনিয়নের গোঙলপুরে নির্মাণাধীন বাড়ি পরিদর্শন করেন এবং উপকারভোগীদের সাথে কথা বলেন তিনি। পরিদর্শনে জেলা প্রশাসক একেএম গালিভ খান তৃতীয় পর্যায়ের ঘর নির্মাণ কাজের অগ্রগতি যাচাই করেন।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহসীন মৃধা, উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাকিব-আল-রাব্বী, স্থানীয় জনপ্রতিনিধিসহ অন্যান্যরা। যোগদানের পর থেকেই আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রশংসার জোয়ারে ভাসছেন নবাগত ডিসি।

মুঠোফোনে নবাগত জেলা প্রশাসক একেএম গালিভ খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকারপ্রাপ্ত ১০টি বিশেষ উদ্যোগের প্রথমটি হলো গৃহহীনকে গৃহ প্রদান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষের অঙ্গিকার হলো দেশের কোন মানুষ গৃহহীন থাকবে না। এরই ধারাবাহিকতায় ঘর নির্মানকাজ চলছে। সেই কাজের অগ্রগতি দেখতেই যোগদানের পর থেকেই জেলার বিভিন্ন এলাকার আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শনে যাচ্ছি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments