শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাভূঞাপুরে স্বাস্থ্যবিধি অমান্য করায় ১৪ জনকে অর্থদণ্ড

ভূঞাপুরে স্বাস্থ্যবিধি অমান্য করায় ১৪ জনকে অর্থদণ্ড

আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুরে স্বাস্থ্যবিধি অমান্য করায় ১৪জনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. ইশরাত জাহান উপজেলার গোবিন্দাসী টি-রোডে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৪ জনকে স্বাস্থ্যবিধি অমান্য করায় ৪ হাজার ২’শ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

জানা যায়, দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্যবিধি মানতে নির্দেশনা দেয় সরকার। এতে উপজেলায় সরকার ঘোষিত হাট-বাজারে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. ইশরাত জাহান জানান, সরকার ঘোষিত করোনা ভাইরাসে স্বাস্থ্যবিধি মানতে কঠোর অবস্থানে প্রশাসন। সকলকে স্বাস্থ্যবিধি অনুসরন করতে হবে। এই অভিযান অব্যাহত থাকবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments