শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় হামলা ও গৃহবধূর চুল কাটার ঘটনায় প্রধান আসামীসহ গ্রেপ্তার ৪

উল্লাপাড়ায় হামলা ও গৃহবধূর চুল কাটার ঘটনায় প্রধান আসামীসহ গ্রেপ্তার ৪

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মডেল থানা পুলিশ বসত বাড়ীতে হামলা, ভাংচুর, দু’গৃহবধূর চুল কেটে দেওয়া ও লুটপাটের ঘটনায় মূল আসামী আব্দুল মজিদসহ ৪জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার হওয়া অপর তিনজন হলো- উপজেলার , তরফ ভায়ড়া গ্রামের ইকবাল হোসেন, মজিবুর রহমান ও আলহাজ আলী। পৌর এলাকার শ্রীকোলা এলাকা থেকে পুলিশ সোমবার বিকেলে এদেরকে গ্রেফতার করে বলে জানা গেছে ৷

এ হামলার শিকার জিল্লুর রহমান, বাবলু সরকার ও মোঃ আলহাজ উদ্দীনের পক্ষে বাবলু সরকার বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। জানা যায় রোববার সকালে জমি জমা নিয়ে আগের গোলযোগের জের ধরে উপজেলার তরফ ভায়ড়া গ্রামের আব্দুল মজিদ সরকার তার বাহিনী নিয়ে একই গ্রামের জিল্লুর রহমান, বাবলু সরকার ও মোঃ আলহাজ উদ্দীনের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। এ সময় বাঁধা দিতে গেলে বাড়ীর শাশুড়ী বৌমা সম্পর্কের দু’জনের চুল কেটে দেওয়া হয়। হামলাকারীরা প্রায় ১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি করেছে বলে হামলার শিকার পরিবারগুলোর পক্ষ থেকে দাবি করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক আব্দুস সালাম আব্দুল মজিদসহ ৪ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, এদেরকে আদালতে চালান দেওয়া হয়েছে। বাকী আসামীদের পুলিশ গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে ৷

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments