শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪
Homeসারাবাংলামুলাদীতে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মুলাদীতে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ প্রতিবেদক: মুলাদীতে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার বেলা ১১টায় মুলাদী প্রেসক্লাবের শাহজাহান মাহমুদ বাদশা স্যার মিলনায়তনে কেক কাটা এবং দোয়া মোনাজাতের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক যুগান্তরের মুলাদী প্রতিনিধি কে.এম মোশাররফ হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক মুফতি রফিকুল ইসলাম, সাপ্তাহিক গণবার্তার সম্পাদক ও প্রকাশক মো. শাহিন হোসেন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নজিবুর রহমান ভূইয়া কামাল, আজকের পত্রিকার প্রতিনিধি আরিফুল হক তারেক, দৈনিক বরিশালের কথা পত্রিকার প্রতিনিধি সিরাজ মোল্লা, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আতিকুর রহমান মিরণ, মুলাদী সাংবাদিক ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি মনিরুজ্জামান, তৃণমূল সাংবাদিক ইউনিটির সভাপতি মেহেদী হাসান, মুলাদী সাংবাদিক ঐক্য কল্যান পরিষদের দপ্তর সম্পাদক শামিম সরদার, সাংবাদিক আবু বকর ছিদ্দিক অভি, যুগান্তরের স্বজন সৈয়দ জগলুল হোসেন, আল মামুন আলমাস, বাকি উল্লাহ তালুকদার, মো. শামিম হোসেনসহ যুগান্তরের পাঠকরা।

কেক কাটা শেষে মুফতি রফিকুল ইসলামের পরিচালনায় দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা মরহুম নূরুল ইসলামের রুহের মাগফেরাত কামনা এবং দৈনিক যুগান্তরের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments