আবুল কালাম আজাদ: তিন লাখ টাকার এক হাজার তিন পিস ইয়াবা সহ এক মাদক কাবারিকে আটক করেছে র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল। গতকাল রবিবার দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার রাজাবাড়ি
রেলক্রসিং সংলগ্ন এলাকা থেকে তাঁকে আটক করে র্যাব-১২। আটককৃত যুবক একই এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে মোঃ জলিল (৩৫)।
রবিবার বিকালে র্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায় দুপুর ১৪.৫৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি আভিযানিক দল রবিবার দুপুর ৩টায় উপজেলার রাজাবাড়ী রেলক্রসিং এর উত্তর পাশে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে এক হাজার তিন পিস ইয়াবাসহ যার আনুমানিক মূল্য ৩,০০,৯০০/- হাতেনাতে আটক করে।
এবিষয়ে কালিহাতি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ১০ (ক) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।