শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাপাঁচবিবির বাগজানায় বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে নগদ অর্থ ও শীতবস্ত্র বিতরণ

পাঁচবিবির বাগজানায় বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে নগদ অর্থ ও শীতবস্ত্র বিতরণ

প্রদীপ অধিকারী: পাঁচবিবির বাগজানায়, বাগজানা বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে সুইড বাংলাদেশের অর্থ ও শীত বস্ত্র বিতরণ করেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেন।

সুইড বাংলাদেশ অনুমোদিত বাগজানা বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে শনিবার সকাল ১১ টায় বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের সভাপতি বাবু দুলাল অধিকারীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেন স্কুলের প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের মাঝে সুইড বাংলাদেশ এর সহযোগীতায় ও বুয়েটের অধ্যাপক ড. তাহমীদ এম.আল. হুসাইনির প্রদত্ত শীতবস্ত্র ও আর্থিক সহযোগীতা হাতে তুলে দেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোছাঃ জান্নাতুন ফেরদৌস, মোঃ রবিউল ইসলাম- ফিল্ড সুপারভাইজার, দেব দুলাল পাহান- সমাজ সেবা অফিস পাঁচবিবি, জনাব নাজমুল হক -বাগজানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মোঃ ইউনুস আলী মন্ডল -ইউনিয়ন আঃ লীগ এর সভাপতি, বাগজানা ইউনিয়ন আঃ লীগ এর সাধারন সম্পাদক হাফিজুর রহমান, বাগজানা ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আরিফ হোসেন।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দীপঙ্কর অধিকারী নির্বাহী পরিচালক বাগজানা বুদ্ধি প্রতিবন্ধী ও জাতীয় নির্বাহী কমিটি সুইড বাংলাদেশের সদস্য। সঞ্চালনায় মোঃ রেজাউল করিম- প্রধান শিক্ষক, এছাড়াও স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং কর্মচারীবৃন্দ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments