শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলারংপুরে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রংপুরে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জয়নাল আবেদীন: রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনান অতিঃ উপ-পুলিশ কমিশনার সাজ্জাদ হোসেন এর অপারেশন পরিকল্পনায় কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ।

গতরাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আই. এইচ. লাকু সরকার এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় আরপিএমপি, রংপুর তাজহাট থানাধীন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২ নং গেইটের (মূল গেইট) অনুমান ১৫ গজ দক্ষিনে চলাচলের পাকা রাস্তার পার্শ্বে অভিযান পরিচালনা করে নেশাজাতীয় মাদকদ্রব্য ৫০ বোতল ফেন্সিডিল জব্দসহ শ্রী হরেণ চন্দ্র নামের এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয় ।তার বাড়ি লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার দইখাওয়া ভুটিয়া মঙ্গল নামক এলাকায়।

এদিকে রাত ১২টার দিকে কোতয়ালী থানার সুরভী উদ্দানের পশ্চিমে রংপুর সরকারী কলেজ রোডস্থ নওশাদ মিয়া এর চায়ের দোকানের সামনে চলাচলের পাকা রাস্তার উপরে অভিযান পরিচালনা করে নেশাজাতীয় মাদকদ্রব্য ৩০ বোতল ফেন্সিডিল জব্দসহ মোঃ জামাল উদ্দিন ও নাসের মিয়া নামের নামের দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে। তাদের বাড়ি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাংগী উপজেলার রতœাই মরাধর গ্রামে । আসামীদের বিরুদ্ধে আরপিএমপি, কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর অধীন পৃথক ২ টি মামলা দায়ের করা হয়।

উল্লেখ্য যে রংপুর মহানগরী এলাকার সকল ধরণের অপরাধ নিয়ন্ত্রণে রংপুর মেট্রোপলিটন পুলিশের অভিযান অব্যাহত রয়েছে ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments