বাংলাদেশ প্রতিবেদক: বরিশালের আড়িয়াল খাঁ নদীতে মঙ্গলবার দিবাগত রাতে ৩০ জন যাত্রী নিয়ে ট্রলারডুবির ঘটনায় তিনজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় এখনো একজন নিখোঁজ রয়েছেন।

নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

বরিশাল নৌ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোরশেদ আলম বলেন, রাত ১টার দিকে ট্রলারটি ডুবে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়। চারজনের নিখোঁজের খবর ছিল আমাদের কাছে। ইতোমধ্যে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।

বরিশাল নৌ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান বলেন, সিরাজগঞ্জ থেকে ট্রলারে করে চরমোনাই মাহফিলের উদ্দেশে আসছিলো কিছু মুসল্লি। চরমোনাইয়ের কাছাকাছি পৌঁছালে ট্রলারটি ডুবে যায়।

Previous articleসার্বজনীন পেনশন এক বছরের মধ্যে: অর্থমন্ত্রী
Next articleআক্কেলপুরে অসুস্থ ব্যক্তিদের মাঝে চেক বিতরণ
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।