আতিউর রাব্বী তিয়াস: জয়পুরহাটের আক্কেলপুরে দুরারোগ্য ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, থ্যালাসেমিয়া, স্টোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। অসুস্থ্য ব্যক্তিদের মাঝে চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম হাবিবুল হাসান।

আজ বুধবার বেলা ২ টার সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার এস.এম হাবিবুল হাসানের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ¦ আব্দুস সালাম আকন্দ। বিশেষ অতিথি ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মোঃ মোকছেদ আলী,সাধারন সম্পাদক ও রুকন্দীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আহসান কবির,পৌর মেয়র মোঃ শহিদুল আলম চৌধুরী,সহকারী কমিশনার (ভূমি) মৌসুমি হক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রওশন আরা,উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানাসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

জন্মগত হৃদরোগে আক্রান্ত মোঃ দেলোয়ার হোসেন বলেন, আমি একজন মৎস্যজীবি। জন্মগত হৃদরোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন থেকে ভোগছি। জীবনের সমস্ত আয় এই রোগের পিছনে খরচ করেছি। সরকারী এই অনুদানের টাকা দিয়ে উন্নত চিকিৎসা করব।

অনুষ্ঠানে অসুস্থ পাঁচজন ব্যক্তির মাঝে ৫০ হাজার টাকা করে মোট ২ লক্ষ ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।

Previous articleবরিশালের আড়িয়াল খাঁ নদীতে ৩০ যাত্রী নিয়ে ট্রলারডুবি, ৩ জনের লাশ উদ্ধার
Next articleসিংগাইরে ইট বোঝাই ট্রাক চাপায় এক সন্তানের জননী নিহত
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।