শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাধর্মপাশায় ফসল রক্ষা বাঁধের নির্মাণ কাজ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

ধর্মপাশায় ফসল রক্ষা বাঁধের নির্মাণ কাজ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

আহম্মদ কবির: সুনামগঞ্জ জেলাধীন গুরমার হাওর বর্ধিতাংশ উপ-প্রকল্পের ধর্মপাশা উপজেলার বিভিন্ন ফসল রক্ষা বাঁধের নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শন করেন,পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাহিদ ফারুক এমপি,

বৃহস্পতিবার (২৪,ফেব্রুয়ারি)জেলার ধর্মপাশা উপজেলার চন্দ্রসোনারতাল হাওরসহ একাধিক হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও মেরামত কাজ সরেজমিনে পরিদর্শন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন সিলেট-সুনামগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মোছাঃ শামীমা আক্তার খানম,পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুর রশিদ,পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব(উন্নয়ন)মিজানুর রহমান, জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন,পানি উন্নয়ন বোর্ডের সিলেটের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এস,এম শহিদুল ইসলাম,সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী জহরুল ইসলাম,ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির হাসান প্রমুখ।

উল্লেখ্য যে চলতি বছর পানি উন্নয়ন বোর্ড অধীনে জেলার ছোট বড় ৫২ টি হাওরে ৭০১ টি প্রকল্প বাস্তবায়ন কমিটি ৫২০ কিলোমিটার ফসল রক্ষা বাধ নির্মাণ করছে। এসব প্রকল্পে প্রাক্কলন ধরা হয়েছে ১১৭কোটি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments