স্বপন কুমার কুন্ডু: ঈশ্বরদী উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ফেব্রæয়ারী) সকালে উপজেলা নির্বাহী অফিসার পি এম ইমরুল কায়েসের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদেরর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান ও আতিয়া ফেরদৌস কাকলি।

সভায় করোনা টিকা, দ্রব্যমূল্য উর্দ্ধগতি, মাদক নিয়ন্ত্রণ, সার্বিক আইন শৃংখলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন কৃষি অফিসার মিতা মন্ডল, লক্ষীকুন্ডার চেয়ারম্যান আনিসুর রহমান শরীফ, সাঁড়ার চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, সলিমপুরে চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা, মুলাডুলির চেয়ারম্যান আব্দুল খালেক, সাহাপুরের চেয়ারম্যান বাবু বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হাদিউল ইসলাম, হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ আশিষ সান্যাল, নৌ পুলিশের অফিসার আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম মিন্টু, প্রেসকাব সভাপতি অধ্যাপক স্বপন কুমার কুন্ডু, উপাধ্য ইসমাইল হোসেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির শহীদুল হক শাহীন, মাদকের পরিদর্শক সানোয়ার হোসেন, শিক সমিতির সভাপতি জোমসেদ আলী প্রমূখ।

আরও পড়ুন  উপকূলীয় এলাকায় ঝড়ের পূর্বাভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা
Previous articleবেগমগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবা বিক্রির সময় গ্রেফতার ৩
Next articleবিএনপি বিচ্ছিন্ন, আ’ লীগ সুসংগঠিত রাজনৈতিক দল: কাদের
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।