বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় এক মুঠো খড়ের দাম ৫ টাকা

উল্লাপাড়ায় এক মুঠো খড়ের দাম ৫ টাকা

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক মণ গরু খাদ্যের খড় এখন সাড়ে পাচ থেকে ছয়শো টাকায় কেনাবেচা হচ্ছে ৷ আবার একশো মুঠো ধান খড় পাচশো টাকায় কেনাবেচা হচ্ছে ৷ এ হিসেবে একমুঠো ধান খড়ের দাম পাচ টাকা ৷

উল্লাপাড়া উপজেলা সদরের ঝিকিড়া বটতলাসহ আরো এলাকায় সারা বছরই ধান খড় বেচাকেনা হয় ৷ এখন মোকামি রোপা আমন ধানের খড় কেনাবেচা হচ্ছে ৷ ব্যবসায়ীরা নওগা , সান্তাহার এলাকা থেকে রোপা আমন ধানের খড় পাইকারী কিনে এনে এখানে বেচছেন ৷ প্রতিবেদককের সাথে ঝিকিড়া বটতলার খড় ব্যবসায়ী বলেন মোকাম বাজার থেকে বেশী দামে খড় কেনা ও আনতে ভাড়া বাবদ বেশী টাকা দিতে হচ্ছে ৷ এখান থেকে খড় কিনে নেওয়া একাধিক গরু পালনকারীর কথায় গত মাস দেড়েক হলো তারা আগের চেয়ে বেশী দামে খড় কিনছেন ৷ তারা আশা করছেন এলাকায় সামনের বোরো ( ইরি) ধান কাটা শুরু হলে খড়ের দাম কমবে ৷

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments