শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাসাপাহারে কবুতর খামারে অগ্নিকান্ড ১৫ লক্ষ টাকার সম্পদ ভষ্ম

সাপাহারে কবুতর খামারে অগ্নিকান্ড ১৫ লক্ষ টাকার সম্পদ ভষ্ম

বাবুল আকতার: নওগাঁর সাপাহারে ফেন্সি কবুতর খামারে ভয়াবহ অগ্নিকান্ডে খামারীর প্রায় ১৫লক্ষ টাকার সম্পদ ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার তিলনা ইউনিয়নের ছোট মামুরিয়া গ্রামে। খামার মালিক মতিউর রহমান জানান, বুধবার (১৬ মার্চ) ভোর পৌনে ৪ টার দিকে কে বা কাহারা তার খামারে আগুন লাগিয়ে দেয়। ঘটনার সময় স্থানীয় লোকজনের ডাক চিৎকার শুনে ঘটনাস্থলে এসে তিনি ভয়াবহ অগ্নিকান্ড দেখতে পান।

তাৎক্ষণিক ভাবে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। এসময় সংঘটিত অগ্নিকান্ডে বিভিন্ন ফেন্সি প্রজাতির প্রায় ৩৫০টি কবুতর, ১৫০টি কবুতরের বাচ্চা, ১০০পিস কবুতরের ডিম, ১০০টি বিদেশী বাজরিকা পাখি, বিভিন্ন প্রজাতির ২৪টি বিদেশী ঘুঘু,খামারে রক্ষিত নগদ ৫২হাজার টাকা, আসবাব পত্র, খাঁচা, কবুতর ও পাখির খাদ্যসামগ্রী পুড়ে ভষ্ম হয়ে যায়। এতে ওই খামারীর প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। খামার মালিক মতিউর রহমান ছোট মামুরিয়া গ্রামের মৃত মনসুর আলীর ছেলে বলে জানা গেছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার জানান, তদন্তের জন্য ফায়ার সার্ভিসকে বলা হয়েছে। সাপাহার থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এই পর্যন্ত থানায় কোন মামলা হয়নি বলেও তিনি জানান ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments