শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাপরোয়ানাভুক্ত আসামিকে নিয়ে জন্মদিন উদযাপন, চকরিয়া থানার ওসি প্রত্যাহার

পরোয়ানাভুক্ত আসামিকে নিয়ে জন্মদিন উদযাপন, চকরিয়া থানার ওসি প্রত্যাহার

বাংলাদেশ প্রতিবেদক: গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে সাথে নিয়ে কেক কাটায় চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওসমান গনিকে প্রত্যাহার করে কক্সবাজার পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) কক্সবাজারের পুলিশ সুপার মো: হাসানুজ্জামান পিপিএম (সেবা) এ আদেশ দেন।

আদেশে বলা হয়, পুলিশ পরিদর্শক মোহাম্মদ ওসমান গনি (বিপি- ৮০০৬১১৩০৫১) চলতি মাসের ২ মার্চ তার জন্মদিন উপলক্ষে অফিস কক্ষে কেক কেটে জন্মদিন পালন করেন। তখন তার পাশে উপস্থিত ছিলেন চকরিয়া থানার এক মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আরহান মাহমুদ ওরফে রুবেল। এ বিষয়ে একটি জাতীয় দৈনিকে সচিত্র প্রতিবেদন প্রকাশ পায়। সামাজিক যোগাযোগমাধ্যমেও এটি প্রচারিত হওয়ায় জনসম্মুখে কক্সবাজার জেলা পুলিশ তথা বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়। তাই অফিসার ইনচার্জ চকরিয়া থানার দায়িত্ব থেকে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হলো।

জানা গেছে, গত ২ মার্চ নিজের জন্মদিনে পৌর আওয়ামী লীগ নেতা জমির মেম্বারের ছেলে ও উপজেলা ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আরহান মাহমুদ রুবেলকে নিয়ে কেক কাটেন থানার অফিসার ইনচার্জ মো: ওসমান গনি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments