গিয়াস কামাল: নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার ৪নং ওয়ার্ডের রাইজদিয়া পূর্বপাড়া বাইতুন নুর জামে মসজিদের সভাপতি আলহাজ¦ হাফেজ মোঃ আলমগীর এর নিজ উদ্যোগে ৮টি গ্রামের অসহায় পরিবারের মাঝে ইফতার তৈরির সামগ্রী বিতরণ করা হয়েছে।

জানা যায়, প্রতি বছর আলহাজ¦ হাফেজ মোঃ আলমগীর রোজার সময় অসহায় পরিবারের মাঝে ইফতার তৈরির সামগ্রী বিতরণ করেন। এবারও তিনি রোজা শুরু হওয়ার সাথে সাথে ব্যক্তিগত উদ্যোগে ৮টি গ্রামের প্রায় শতাধিক পরিবারের মাঝে ইফতার তৈরির জন্য ডাল, ছোলা, তেল, ভেসন, চিনি ইত্যাদি সামগ্রীর প্যাকেট বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক মজিবর রহমান, তোতা প্রধান, আঃ খালেক প্রধান, মোঃ কালাম পাঠান, আঃ বারেক পাঠানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলহাজ¦ হাফেজ মোঃ আলমগীর বলেন, আমি সব সময় অসহায় পরিবারের পাশে থাকার চেষ্টা করি। বর্তমান সকল পণ্যের মূল্য আকাশ ছোয়া হওয়াতে সাধারণ মানুষের পক্ষে রোজায় ইফতারের জন্য ভাল খাবার তৈরি করতে পারে না। তাই আমি চেষ্টা করি গরিব ও অসহায় মানুষও যেন সারাদিন রোজা রেখে সন্ধ্যায় ভাল একটু ইফতার করতে পারে। আমার এ দান অব্যাহত থাকবে।

আরও পড়ুন  বৃষ্টির জন্য মৌলভীবাজারে নামাজ আদায় করে অশ্রুসিক্ত কণ্ঠে আল্লাহর কাছে প্রার্থনা
Previous articleদৌলতদিয়া ফেরিঘাটে তীব্র যানজট
Next articleরমজানে দুধ, ডিম ও মাংসের ভ্রাম্যমাণ বিক্রয়ের উদ্যোগ মন্ত্রণালয়ের
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।