এম এ ওয়াহিদ রুলু: কমলগঞ্জে জাহানারা-বাহার একাডেমি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি প্রদান, মাটি ভরাট কাজ ও অস্থায়ী ভবন উদ্বোধন অনুষ্ঠিত হয়।

৩ এপ্রিল বিকেল ৪ টায় কমলগঞ্জ পৌরসভার খুশালপুর গ্রামে সৈয়দ মাসুম ওয়েলফেয়ার ট্রাষ্টের অর্থায়নে লেখক ও গবেষক আহমদ সিরাজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদ।

জাহানারা -বাহার একাডেমি বাস্তবায়ন কমিটির সদস্য ও সৈয়দ মাসুম ওয়েলফেয়ার ট্রাষ্টের সভাপতি সৈয়দ মাহবুব আলীর সঞ্চালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ সিদ্দেক আলী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রভাষক মোঃ সেলিম আহমদ চৌধুরী, তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন দেব, কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমরেন্দ্র সেন গুপ্ত বুলবুল, কমলগঞ্জ পৌরসভার কাউন্সিলর মোঃ সাদ আলী, লেখক শামসুদ্দিন আকবর, সমাজসেবক সৈয়দ আমিনুল ইসলাম কয়ছর, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ খালেদ মাহমুদ, সাংবাদিক এম এ ওয়াহিদ রুলু, আব্দুর রাজ্জাক রাজ্জক রাজা, পিন্টু দেবনাথ, মো. মোনায়েম খান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি মোঃ খালেদ চৌধুরী।

অনুষ্ঠানে বক্তরা বলেন, খুশালপুর গ্রামে কোন বিদ্যালয় নেই, এই গ্রামের শিক্ষার্থীরা দুই, আড়াই কিলোমিটার অতিক্রম করে বিদ্যালয়ে যেতে হয়।। জাহানারা-বাহার একাডেমি প্রাথমিক বিদ্যালয় এই গ্রামের জন্য অত্যন্ত জরুরী। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়

Previous articleভারতীয় মুসলমানরা সাম্প্রদায়িক সন্ত্রাসের শিকার
Next articleপুলিশের উপস্থিতিতে কলাপাড়ায় কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের দুই গ্রুপের মহরা
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।