আবুল কালাম আজাদ: স্বামীর সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে ইলেকট্রিক মিস্ত্রির স্ত্রী আত্মহত্যার ঘটনা ঘটেছে।

রবিবার রাত ৯ টার দিকে উপজেলার পাইকড়া ইউনিয়েনর কোনাবাড়ী গ্রামে বাবার বাড়ী থেকে নিহতের মরদেহ উদ্ধার করে কালিহাতী থানা পুলিশ। নিহত ওই নারী কোনাবাড়ী গ্রামের একাব্বর আলীর মেঝো মেয়ে।

এবিষয়ে মেয়ের চাচা ফজলুল হক জানান, পারিবারিক ভাবে উপজেলার সহদেবপুর ইউনিয়নের দক্ষিণ চামুরিয়া গ্রামের ওসমান আলীর ছেলে রফিকুল ইসলামের সাথে আমার ভাতিজির ২০২০ সালের মে মাসে বিয়ে হওয়ার পর কিছুদিন স্বামী স্ত্রী মধ্যে সম্পর্ক ভালই চলছিলো, কিন্তু ৬ মাস যাবত তাদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। চাঁদনী গত দশ দিন আগে আমাদের বাড়িতে আসার পর রবিবার রাতে স্বামীর সাথে মোবাইলে কথা বলার সময় গলায় ফাঁসি দিয়ে আত্যহত্যা করে।

বিষয়টি নিশ্চিত করেছেন পাইকড়া ইউপি চেয়ারম্যান আজাদ হোসেন। তিনি নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, দাম্পত্য জীবনে দুর্বলতা নিয়ে স্বামীর সাথে কলহের এক পর্যায়ে রবিবার রাতে আলাদা ঘরে গিয়ে গলায় ফাঁস দিয়ে মারা যায় সে।

এবিষয়ে কালিহাতী থানার এস আই করিম জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পরিবারের পক্ষে থেকে অবমৃত্যু মামলা হয়েছে।

Previous articleকালিহাতীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৩ জনকে কারাদণ্ড
Next articleপ্রেমিক কথা না বলায় ইবি শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।