পাভেল মিয়া: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২১ এপ্রিল দুপুর ২টায় মাঠ পর্যায়ে আইনগত সহায়তা প্রদান কর্মসূচির অগ্রগতি বিষয়ক লিগ্যাল এইড কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করে কুড়িগ্রাম জেলা লিগ্যাল এইড কমিটি এবং এইড কুমিল্লা। সভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ লিগ্যাল এইড কমিটির সদস্যরা অংশ গ্রহন করে।

এতে বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার,সিনিয়র সহকারি জজ কুদরা-ই- খোদা, উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস, ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) সারোয়ার পারভেজ, এইড কুমিল্লা জেলা প্রজেক্ট ম‍্যানেজার দেলোয়ার হোসেন প্রমূখ।

বক্তরা জানান, আইনী সহায়তা গ্রহণে অসমর্থ দরিদ্র অসহায় ব‍্যক্তিরা ইউনিয়ন ও উপজেলা কমিটির মাধ্যমে আবেদন করে সম্পূর্ণ বিনা খরচে আইনি সহায়তা নিতে পারবে।

আরও পড়ুন  সাতক্ষীরা সীমান্তে স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক

সভায় আরও উপস্থিত ছিলেন, নাওডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান হাসেন আলী, ফুলবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদ, বড়ভিটা ইউনিয়ন চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু, কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান মানিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমূখ।

Previous articleনিউমার্কেটে সংঘর্ষ : পুলিশের মামলায় প্রধান আসামি বিএনপি নেতা
Next articleকলাপাড়ায় বিক্রি হচ্ছে ১ টাকায় ইফতার
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।