বাংলাদেশ প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় প্রেমঘটিত বিরোধে সংঘর্ষে নারীসহ সাত জন আহত হয়েছে।

মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার শৈলকুপার আউশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আউশিয়া গ্রামের সাব্বিরের সাথে একই গ্রামের সামিউল ইসলামের ভাতিজি মনিকার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ঘটনাটি জানাজানি হলে সেই ঘটনাকে কেন্দ্র করে একই গ্রামের শামিম হেসেন, রুহুলসহ ৮ থেকে ১০ জন সাদীর ওপর অতর্কিত হামলা করে।

হামলায় শামিম হোসেন, সাদী, রুহুল, বিকাশ, গৃহবধূ শাহানাজ খাতুনসহ সাতজন গুরুত্বর আহত হয়। আহতদের উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে আশংকাজনক অবস্থায় শামিম হোসেনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম জানান, সংঘর্ষের ঘটনায় আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Previous articleতাহিরপুরে কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
Next articleনিউমার্কেটে সংঘর্ষ: রিমান্ড শেষে কারাগারে বিএনপি নেতা মকবুল
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।