আবুল কালাম আজাদ: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতী পৌরসভায় দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত অসহায় ও হত-দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ১০ কেজি করে ভিজিএফ এর চাল সুষ্ঠু ও সুন্দরভাবে বিতরণ করা হয়েছে।

বুধবার (২৭ এপ্রিল) সকালে কালিহাতী পৌরসভা কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩ হাজার ৮১ জন অসহায় ও হত-দরিদ্র পরিবারের মাঝে ওই চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।

এসময় কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন ও পৌর নির্বাহী কর্মকর্তা শিব প্রসাদ সূত্রধর প্রমুখ।

আরও পড়ুন  রংপুরে সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের বৃক্ষরোপন অভিযান
Previous articleঅনলাইনে জন্ম মৃত্যু নিবন্ধনে ভোগান্তির শেষ কোথায়?
Next articleকলাবাগানের তেঁতুলতলা মাঠ পুলিশেরই : স্বরাষ্ট্রমন্ত্রী
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।