শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাজয়পুরহাটে এসপি’র ঈদ উপহার পেল ৩৫২জন গ্রাম পুলিশ

জয়পুরহাটে এসপি’র ঈদ উপহার পেল ৩৫২জন গ্রাম পুলিশ

শফিকুল ইসলাম: জয়পুরহাটে গ্রাম পুলিশদের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দিলেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা। ঈদুল ফিতর উপলক্ষে আজ সকালে পুলিশ লাইন্স ড্রিলসেডে জেলার ৩৫২ জন গ্রাম পুলিশ সদস্যদের পাঞ্জাবী,লুঙ্গী,শাড়ী ও কোভিড-১৯ মোকাবেলায় মাস্ক বিতরন করা হয়েছে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফারজানা হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোসফেকুর রহমান, ৫ থানার থানার অফিসার ইনচার্জগণ সহ বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

জয়পুরহাট পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভুঞা বলেন, গ্রাম পুলিশের সদস্যরা পুলিশের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে থাকে। থানা পুলিশের সঙ্গে গ্রাম পুলিশ বিশেষভাবে সম্পৃক্ত রয়েছে। তারা থানা পুলিশকে বিভিন্নভাবে তথ্য দিয়ে সাহায্য করে। এ জন্যই তিনি ঈদ উপলক্ষে গ্রাম পুলিশের সদস্যদের এ উপহার দেওয়ার উদ্যোগ নেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments