বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪
Homeসারাবাংলারংপুর মেট্রোপলিটন থানা আ'লীগের সম্মেলন: তৌহিদুল সভাপতি ও শাহাজাদা সাধারণ সম্পাদক

রংপুর মেট্রোপলিটন থানা আ’লীগের সম্মেলন: তৌহিদুল সভাপতি ও শাহাজাদা সাধারণ সম্পাদক

জয়নাল আবেদীন: মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় নগরীর টাউন হলে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়ে বুধবার ভোর ৪টায় সম্মেলনে তৌহিদুল ইসলামকে সভাপতি ও সাবেক ছাত্র নেতা শাহাজাদা আরমান শাহাজাদাকে সাধারণ সম্পাদক নির্বাচিত ঘোষনা করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

রংপুর সিটি কর্পোরেশনের ৩৩ওয়ার্ডের মধ্যে ১৪টি ওয়ার্ড নিয়ে গঠিত রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা । এদিকে দীর্ঘ প্রতিক্ষার ৪ বছর পর রাজনৈতিকভাবে রংপুর মহানগর আওয়ামী লীগের অন্তর্ভুক্ত সর্ববৃহৎ থানার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় নগরীর টাউনহলে সম্মেলনের উদ্বোধন করেন রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী শাজাহান খান এমপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিকসহ অন্যান্য নেতৃবৃন্দ। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল। এ সম্মেলনের প্রথম অধিবেশন চলে সন্ধ্যা পর্যন্ত। এরপর রংপুর সার্কিট হাউজে রাত ৮টায় মেট্রোপলিটন কোতোয়ালি থানার ৪শ৪৯ জন দলীয় কাউন্সিলর নিয়ে ২য় অধিবেশন শুরু হয়। আবেদন করা ৬ জন সভাপতি ও ৯ জন সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দিতাকারি প্রার্থীদের যাচাই বাছাই রাত ৯টায় শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলে প্রার্থীদের সাক্ষাৎকার। পরে ভোর ৪টার দিকে উপস্থিত সকল দলীয় কাউন্সিলরদের সামনে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক। রংপুর মহানগর ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সমন্বয়ে রংপুর সিটি কর্পোরেশনের জনপ্রিয় কাউন্সিলর তৌহিদুল ইসলামকে সভাপতি ও সাবেক ছাত্র নেতা শাহাজাদা আরমান শাহাজাদা সাধারণ সম্পাদক নির্বাচিতকরা হয়। এদিকে, নবনির্বাচিত সভাপতি তৌহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহাজাদা আরমান দৈনিক জবাবদিহিকে বলেন প্রতিদ্ব›দ্বী ও অপ্রতিদ্ব›দ্বী সকল সদস্যের সমন্বয়ে এক শক্তিশালী থানা কমিটি গঠন করা হবে। এই কমিটি গঠনের মধ্য দিয়ে আগামী দিনে সর্ববৃহৎ থানা মেট্রোপলিটন কোতোয়ালিকে আওয়ামী লীগের দুর্গ হিসেবে গড়ে তোলা হবে। এজন্য উভয়ই গণমাধ্যম কর্মি সহ সকলের কাছে সহযোগিতা চেয়েছেন।

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক সাংবাদিকদেও বলেছেন আওয়ামী লীগের সকল বিধি মেনে সৎ ও নিষ্ঠাবান নেতৃত্ব উপহার দেওয়া হয়েছে। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের হাত ধরে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা আওয়ামী লীগ সু-সংগঠিত হবে ইনশাআল্লাহ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments